শিরোনাম
লামা হলিচাইল্ড স্কুলে মেধাবীদের মা-কে সংবর্ধনা
প্রকাশ : ২৭ মে ২০১৭, ১৬:৫৩
লামা হলিচাইল্ড স্কুলে মেধাবীদের মা-কে সংবর্ধনা
মা’দের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করছেন নির্বাহী অফিসার খিনওয়ান নু
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রেণী কক্ষে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন এবং ২০১৬ সালের পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের সফলতায় মা’দের সংবর্ধনা দিয়েছে বান্দরবানের লামা হলিচাইল্ড পাবলিক স্কুল। শনিবার দুপুরে স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু।

 

বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. তানফিজুর রহমানের সভাপতিত্বে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে, মাতামুহুরী ডিগ্রি কলেজের প্রভাষক মো. আইয়ুব, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।

 

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি মো. জাফর আলী, স্কুলের প্রধান শিক্ষক বাপ্পী দাশ, অভিভাবক ডা. মনোয়ারা বেগম মুন্নি।

 

অনুষ্ঠানে বক্তারা মা‘দের উদ্দেশে বলেন, শিশুর সুন্দর ভবিষ্যত গড়তে মা-কে শিক্ষিত ও সচেতন হতে হবে। প্রতিটি শিশুর বড় শিক্ষক মা। কারণ বেশিরভাগ সময় শিশুরা তার মায়ের কাছে থাকে। তাই একজন মায়ের সচেতনতাই পারে তার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার সোপান হতে।

 

শেষে পৗরসভার মেয়র মো. জহিরুল ইসলাম স্কুলের শ্রেণীকক্ষে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন করেন।

 

বিবার্তা/আরমান/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com