শিরোনাম
১৪ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৯:১০
১৪ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের পুলিশ ১৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীর ছবিসহ পোস্টার ছাপিয়ে তাদের ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। এসব মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।


এদের ধরিয়ে দেয়ার জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।


বুধবার প্রেসক্লাব যশোরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনিসুর রহমান মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে আরো ১০১ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এরপরই ১৪ জনের নাম-ঠিকানা ছবিসহ পোস্টার ই মেইল বার্তায় সাংবাদিকদের কাছে পাঠানো হয়। এই ১৪ জন ছাড়াও আরো মাদক ব্যবসায়ী ও পৃষ্টপোষকদের নাম ঠিকানা প্রকাশ করা হবে বলে জানানো হয়।


পোস্টারে যশোরে মাদক সম্রাজ্ঞী হিসাবে বেবী খাতুনের নাম রয়েছে। সে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত ওলিয়ার রহমান ও মৃত আমেনা খাতুনের মেয়ে। অবশ্য বেবী গত রবিবার পুলিশের হাতে একশ গ্রাম হেরোইনসহ আটক হয়।


এছাড়া তালিকায় রয়েছে একই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী রুমা বেগম, শংকরপুর এলাকার পিয়ারু কাজীর ছেলে তারেক কাজী ওরফে পাউডার তারেক, চৌগাছার বড় কাবিলপুর গ্রামের সোনাই মন্ডলের ছেলে শফি মেম্বার ওরফে ডাইল শফি, অভয়নগরের গুয়াখোলা এলাকার আব্দুল গনির ছেলে কামরুল ওরফে ইয়াবা কামরুল, বুইকারা এলাকার হিরু মোল্লার স্ত্রী লিপি বেগম ওরফে মাদক রাণী, বেনাপোল পোর্ট থানাস্থ ভবারবেড় কলুপাড়ার মৃত হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে কালু ওরফে পাম্প কালু, বারপোতার মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম ওরফে শরি মেম্বার ওরফে বোতল শরি, চৌগাছার ফুলসারা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আশরাফুল আলম ওরফে ইঞ্চি আলম, শার্শার কোটা পশ্চিমপাড়ার শের আলী দফাদারের ছেলে আনোয়ার হোসেন আনা ওরফে বাবা আনা, চৌগাছার বড় কাবিলপুরের রিয়াজউদ্দিন মন্ডলের ছেলে ইসরাইল হোসেন নুনু খোকন ওরফে ওষুধ খোকন, শার্শার কাশিপুর-গোপীনাথপুরের মৃত জয়নালের ছেলে আসাদুল ইসলাম আশা, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরের বর্তমানে নারায়ণপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে বাদশা মল্লিক এবং রঘুনাথপুরের গোলাম মোস্তফা ওরফে গোলা ঢাকালের ছেলে জাহাঙ্গীর।


এদেরমধ্যে বেবী, রুমা, তারেক কাজী, শফি মেম্বার, ইয়াবা কামরুল, লিপি বেগম, রবিউল ইসলাম কালু, রিয়াজুল ইসলাম ওরফে শরি মেম্বরাকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা এবং বাকিদের বিষয়ে তথ্য দিলে বা ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে।


পুলিশের সোর্স মানি থেকে এই টাকা ইলেকট্রনিক্স পদ্ধতিতে, বিকাশ বা অন্য কোনো উপায়ে অথবা নগদে পরিশোধ করা হবে। এ ক্ষেত্রে তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলে পুলিশ সুপার আনিসুর রহমান জানান।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com