শিরোনাম
নারায়ণগঞ্জে ২০ লাখ পিস চিংড়ির রেণু জব্দ
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৫:৫৬
নারায়ণগঞ্জে ২০ লাখ পিস চিংড়ির রেণু জব্দ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জে আনুমানিক ২০ লাখ পিস গলদা চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার রাতে মেঘনা নদীর কাঁচপুর ব্রিজ এলাকা থেকে এসব জব্দ করা হয়।


বুধবার দুপুরে পাগলা কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার সায়ীদ এম কাসেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১টায় বিশেষ অপারেশন দল মেঘনা নদীর কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১০০ ড্রাম ও পাতিল ভর্তি আনুমানিক ২০ লাখ পিস গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।


জব্দকৃত রেণুগুলো বুধবার নারায়ণগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া মেঘনা নদীর মোহনায় অবমুক্ত করেন।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com