শিরোনাম
ব্লগার অনন্ত বিজয় হত্যার বিচার শুরু
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৫:৫৫
ব্লগার অনন্ত বিজয় হত্যার বিচার শুরু
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হলো। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে তিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়।


সিলেট মহানগর আদালতের পিপি মফুর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার সাক্ষ্যগ্রহণ কবে শুরু হবে এ ব্যাপারে বিকালে আদেশ দেবেন আদালত।


এর আগে, গত ৮ মে ছয়জনকে আসামি করে দেয়া চার্জশিট আদালতে গৃহীত হয়।


চার্জশিটভুক্ত ছয় আসামি হলেন- আবুল হোসেন (২৫), ফয়সাল আহমদ (২৭), মামুনুর রশীদ (২৫), মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।


অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক আছেন। আর বাকি তিনজন আছেন কারাগারে।


উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার অদূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে। পেশায় ব্যাংকার অনন্ত বিজয় বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লেখতেন। ঘটনার একদিন পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com