শিরোনাম
দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ধানের মাঠ দিবস
প্রকাশ : ২৩ মে ২০১৭, ০৪:৩৭
দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ধানের মাঠ দিবস
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফা নগরে সোমবার বিকেলে এ মাঠ দিবস পালিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার।


আরডিআরএস বাংলাদেশ ও হারভেষ্ট প্লাসের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক ড. মাহবুবুর রহমান, হারভেষ্ট প্লাসের কর্মকর্তা রুহুলল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার ভিপিডি শরিফুল ইসলাম, আরডিআরএস-বাংলাদেশের সহকারী কৃষি সমন্বয়কারী মাহবুবুল আলম, আরডিআরএস এর কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন, নাফা নগর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান আব্দুর রউফ, কৃষক আব্দুল মান্নান ও কৃষানি শামসুন নাহার।


বক্তারা বলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কর্তক উদ্ভাবিত এ ধানের ভাত গর্ভবতী মা ও শিশুসহ মানুষের শরীরের জিংকের অভাব মেটাতে সক্ষম। স্বল্প সময়ে এ ধানের ফসল ঘরে তুলে একই জমিতে অন্য রবি ফসল আবাদ করে কৃষক লাভবান হতে পারবে। জিংকের অভাব মেটাতে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরন ও আবাদ বাড়াতে সরকারী বেসরকারী আয়োজনে দেশব্যাপী চলছে নানান উদ্দ্যোগ।


আলোচনার আগে অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন ও জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর ফসল কর্তন করেন।


বিবার্তা/শাহী/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com