শিরোনাম
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
প্রকাশ : ২১ মে ২০১৭, ০৯:৫৪
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। পাঁচ দফা দাবিতে রবিবার সকাল থেকে এই ধর্মঘট পালন করছে সিলেট পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।


সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, রবিবার সকাল থেকে সিলেট বিভাগের আন্তঃজেলারুটসহ দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।


দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকরা মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ।


এ আগে শনিবার ফলিক জানিয়েছিলেন, গত ১ মে মহান মে দিবসে তাদের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা প্রবেশ করে অটোরিকশা ভাঙচুর চালায়। এ ঘটনায় থানায় উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com