সিংড়ায় সাংবাদিককে রক্তাক্ত জখম, থানায় মামলা
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১৭:৩২
সিংড়ায় সাংবাদিককে রক্তাক্ত জখম, থানায় মামলা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় সাংবাদিক সাকিল (২৫) কে হত্যার উদ্দেশ্য মাথায় ইট দিয়ে মাথা থেতলে রক্তাক্ত জখম করা হয় এবং বেধড়ক মারপিট করে প্রতিপক্ষরা। সে দৈনিক বাংলাদেশের সমাচার পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও উপজেলার ইটালী ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জহুরুল ইসলামের পুত্র।


বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি বাজার এলাকায় এঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছে আহত সাংবাদিকের পরিবার।


জানা যায়, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শাকিল আহমেদ সকালে বুনকুড়ি বাজারে চা খেতে আসলে শালমাড়া গ্রামের মোঃ মুনসুর (৪৮) পিতা মৃত মোহাম্মদ ফকির, শাকিল ফকির, পিতা: মুনসুর সহ ৪/৫ জন দলবদ্ধ হয়ে সাংবাদিক শাকিলের উপরে হামলা চালায়। এ-সময় তার কাছে টাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাকে রক্তাক্ত জখম করা হয়, পরে স্থানীয়রা উদ্ধার করে আহতবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে।


এ ঘটনায় নিন্দা জানিয়েছে সিংড়া মডেল প্রেসক্লাব, রুরাল জার্নালিস্ট ফোরাম (আরজেএফ) ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।


এ বিষয়ে সিংড়া থানার ওসি (তদন্ত) বলেন, এ বিষয়ে আমরা অবগত হয়েছি। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com