
গাইবান্ধার সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির টাকাসহ মাদক কারবারি স্বাধীন মিয়াকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত স্বাধীন মিয়া (৩৫) সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত স্বাধীন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ দরিচড় এলাকায় স্বাধীন মিয়ার বাড়ির সামনে স্কুল মাঠ থেকে ১৩ পিস ইয়াবা, ১টি স্মার্ট ফোন ও মাদকদ্রব্য বিক্রির ২৮৫০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
গাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে জেলা জুড়ে পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে সেনাবাহিনী।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]