
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সমাবর্তনের বিভিন্ন দিকনির্দেশনা ও সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন প্রশাসন।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসনিক) কনফারেন্স রুমে ৫টার দিকে শুরু হয় এটি।
এতে উপস্থিত ছিলেন সমাবর্তন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, সমাবর্তনের প্রচার ও প্রকাশনা উপকমিটির আহবায়ক অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার সদস্য সচিব ড. মোঃ শহীদুল হক।
প্রশাসন জানায়, এবারের সমাবর্তনে ২২হাজার ৫৬০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তন্মধ্যে ২২জন পিএইচডি ও ১৭ জন এমফিল শিক্ষার্থী রয়েছেন। সমাবর্তনস্থলে অতিরিক্ত কোনোকিছু নিয়ে যাওয়া যাবেনা।এমনকি সাথে বাচ্চা নিয়েও ঢুকতে পারবে না কেউ। শুরুতে মোবাইল ফোন নিতে বাঁধা থাকলেও সে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
সমাবর্তনের জন্য ২৬ হাজার উপহার সামগ্রী প্রস্তুত করা হয়েছে বলে জানায় প্রশাসন। উপহার হিসেবে থাকবে জুটের ব্যাগ ও একটি কম্বো বক্স, যেখানে কোর্ট পিন, কলম ও মোবাইল ওয়ালেট থাকবে।
প্রশাসন জানায়, চাইলে ১২ তারিখ থেকেই স্ব স্ব বিভাগ থেকে সমাবর্তী শিক্ষার্থীরা গাওন ও টুপি সংগ্রহ করতে পারবেন এবং ঐদিন সকাল ৭টা থেকেও তারা এটি বুঝে নিতে পারবেন। অনুষ্ঠান শেষে গাওন ও টুপি জমা দিয়ে সমাবর্তী শিক্ষার্থীরা সার্টিফিকেট ও উপহার সামগ্রী বুঝে নিবেন। এছাড়া জরুরী নির্দেশনাগুলা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হবে সেখান থেকে পেয়ে যাবেন সমাবর্তী শিক্ষার্থীরা।
সমাবর্তন কমিটির সদস্য সচিব বলেন, ঐদিন সকাল ৭টা থেকে গাওন ও টুপি এবং সকাল ১০টা থেকে খাবার সরবরাহ করা হবে। দুপুর ১২টার মধ্যে সকলকে খাবার গ্রহণ করতে হবে এবং ১টার মধ্যে সমাবর্তন স্থলে উপস্থিত থাকতে হবে।
দুপুর ১টার পরে সমাবর্তন স্থলে কাউকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এসএসএফ। নিরাপত্তার স্বার্থে সবাইকে সিঙ্গেল লাইনে ঢুকতে হবে বিধায় সময়মতো উপস্থিত থাকতে বলেন নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ। আজকে থেকেই নিরাপত্তা সংস্থা নিরাপত্তার দায়িত্ব হাতে নিয়েছে।
পরিবহন সম্পর্কে তিনি বলেন, পরিবহনের সুবিধার্থে শহর থেকে ১০০ টি বাস ও ৪টি শাটল ছেড়ে আসবে। ক্যাম্পাসের শৃঙ্খলার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ১ নাম্বারে সকলকে নামিয়ে দেয়া হবে এবং ক্যাম্পাসের অভ্যন্তরে শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যক্তিগত কোনো গাড়ি ঢুকবে না।
তিনি জানান, ঐদিন অনুষদ ভিত্তিক কিছু বিধিনিষেধ আসতে পারে। বিশেষ করে সমাজবিজ্ঞান অনুষদে থাকবে বাড়তি নিরাপত্তা। দুপুর ১২টার পর সেখানে কাউকেই ঢুকতে দেয়া হবে না। ঐদিন দুপুর ১২টার পর সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে ডি.লিট প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার সাথে শিক্ষা উপদেষ্টাসহ ৪জন উপদেষ্টা উপস্থিত থাকবেন।
সমাবর্তন স্থলে সাধারণ শিক্ষার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন দেয়া হবে। এবং সম্পূর্ণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সমাবর্তন অনুষ্ঠান দুপুর ২টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
বিবার্তা/মহসিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]