সিংগাইরে এনজিওকর্মীর লাশ উদ্ধার
প্রকাশ : ০৮ মে ২০২৫, ২৩:০১
সিংগাইরে এনজিওকর্মীর লাশ উদ্ধার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল্লাহ আল মামুন (২৮) নামের এক এনজিওকর্মীর ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১ টার দিকে পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার জনৈক আবুল বাশারের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন জেলার দৌলতপুর থানার পারুরিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন জনসেবা ক্ষুদ্র সমবায় সমিতিতে (এনজিও) চাকরি করতেন। সেই সুবাদে সিংগাইর পৌর এলাকায় বাসাভাড়া নিয়ে একাই বসবাস করে আসছিলেন। এর মধ্যে স্ত্রীর সাথে বিভিন্ন সময় ঝগড়া বিবাদের জের ধরে তিনি বুধবার দিবাগত রাতের যে কোন সময় রুমের সিলিং ফ্যানের সাথে সবুজ রংয়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে প্রেরণ করেন।


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


বিবার্তা/হাবিবুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com