
টাঙ্গাইলের মির্জাপুরে লোবেট গাড়ির (বড় ট্রাক) পিছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়।
৮ মে, বৃহস্পতিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী একটি লোবেট গাড়ির পিছনে পিকআপভ্যানের ধাক্কা লাগলে পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এসময় চালক লোবেট গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ গুলি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]