
ঝিনাইদহ সদর উপজেলার আমতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় নয়ন হোসেন (২৮) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে। আহত হয়েছেন তার সহকারী ইমন হোসেন (২৮)।
বুধবার (৭ মে) রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সদর উপজেলার নদী তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মাগুরা সদর উপজেলার আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট গ্রামের মৃত আলিমুল ইসলামের ছেলে। আহত সহকারী ইমন একই উপজেলার কাপাশাটিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় শিকারি জানান, রাতে কুষ্টিয়া থেকে পিকআপযোগে মাগুরা যাচ্ছিলো চালক নয়ন ও তার সহকারী ইমন হোসেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ট্রাকের ধাক্কায় পিকআপটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে জানিয়ে তিনি আরও বলেন, এতে চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক নয়নকে মৃত ঘোষণা করে। আহত হেলপার ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]