চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ : ০৮ মে ২০২৫, ২৩:০৪
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অত্র এলাকার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দারা।


৮ মে, বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মচকৈল মোড়ে গোমস্তাপুর উপজেলা শ্রমিক লীগের সদস্য সজীব মোঃ জুবায়ের আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাসান রশিদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।


ভুক্তভোগী এন্তাজ আলী বলেন, আমার পায়ে এমনভাবে মেরেছে ডাক্তার বলেছে অপারেশন করতে ১ লক্ষ টাকা লাগবে। আমি লক্ষ টাকা কোথায় পাবো যে অপারেশন করবো।


জমিহারা আব্দুল মান্নান বলেন, আমার ১০ বিঘা জমি দখল করে খাচ্ছে আমি কিছুই করতে পারছি না। জমিতে গেলে আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করছে।


গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে তাই আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ সুষ্ঠ তদন্ত করে এর আইনানুগ ব্যবস্থা নিবেন।


নাচোল উপজেলার কসবা ইউনিয়ন এর চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বলেন, আমার ইউনিয়নের মোরসালিনের প্রতি যে অন্যায় হয়েছে তার বিচারের জোর দাবি জানাচ্ছি।


বিএনপির রহনপুর পৌর আহ্বায়ক আশরাফুল ইসলাম বলেন, এলাকার মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার করেছে বা করছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com