কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১৬:১৮
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি জমি রক্ষায় নতুন করে ভূমি আইন করার চিন্তাভাবনা চলছে। কারণ, বাংলাদেশ ৪০ শতাংশ কৃষির উপর নির্ভরশীল। যখন দেশে জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি তখন জমির পরিমাণ ছিল অনেক বেশি। এখন ১৮ কোটি মানুষ সেই অনুপাতে জমির পরিমাণ অনেক কমে গেছে। কৃষি যান্ত্রিকিকরণ এবং কৃষকদের চেষ্টায় ধানের ভালো ফলন হয়েছে। গত বছর আমাদের চাল আমদানি করতে হয় নাই এবারও আমদানি করতে হবে না।


বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নে ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্ধোধন ও মতবিনিময় সভায় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এমন কথা বলেন।


তিনি আরও বলেন,পাক-ভারত যুদ্ধের কারণে বাংলাদেশের সীমান্ত এলাকার কৃষকরা ভয়ভীতির মধ্যে আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের সীমান্ত এলাকা নিরাপদ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কৃষকরা নির্ভয়ে নির্বিঘ্নে ধান কাটতে পারবে।


কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের পরিচালক নির্দেশ দেন কৃষকদের যেন কম মূল্যে সেচের ব্যবস্থা করা হয়। পানির বিল কমাতে হবে, কৃষকরা হয়রানির মধ্যে না পড়ে। কৃষকদের উৎপাদন খরচ যেন কম হয়।


কৃষি জমি রক্ষায় নুতন করে আইন প্রনয়ন এবং ভূমি ব্যবহার নীতিমালা খুব শীঘ্রই করা হবে। কৃষি জমির উপর অবৈধ ভাটা গড়ে উঠেছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেন। দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন উচ্চ পর্যায়ে সরকারী কর্মকতাদের দুর্নীতি কমাতে হবে।


বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে গণমাধ্যমকর্মীর উদ্দেশ্যে উপদেষ্টা বলেন মিডিয়াগুলো সত্য সংবাদ পরিবেশন করলে দেশ উপকৃত হয় আর মিথ্যা সংবাদ পরিবেশন করলে প্রতিবেশীরা আইনের সুযোগ নিয়ে মিথ্যা রটনা চালায়।


এসময় কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয় প্রকল্পের চেয়ারম্যান প্রকল্প পরিচালক মোজাফ্ফর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com