হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫
হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গুলিবিদ্ধ হওয়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হাসপাতালে দেখতে এসে তোপের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


শুক্রবার বিকাল ৪টার দিকে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এলে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকেরা।


পরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করার সুযোগ করে দেন। এ সময়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আরও নানা স্লোগান দিতে থাকেন।


এদিন জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন হাদি।


ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মি…


রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে তার আশঙ্কাজনক অবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


শুক্রবার বিকেল চারটার কিছু পরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তরে ফোন করলে কর্মকর্তারা জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মাথার ভেতরেই গুলিটি রয়ে গেছে এবং তাকে অবিলম্বে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।


এর আগে, আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com