
রাজশাহীর তানোরে নলকূপের সুগভীর গর্তে পড়ে নিহত শিশু সাজিদের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে উপজেলার কোয়েলহাট এলাকায় তার বাসার সামনে মাঠে জানাজা সম্পন্ন হয়। তখন কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। এরপর নামাজ শেষে পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন তারা।
এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে সুগভীর গর্তে পড়ে যায় দু’বছর বয়সী সাজিদ। ওই দিন দুপুর ২টা থেকে একটানা ৩২ ঘণ্টার অভিযান শেষে বৃহস্পতিবার রাত ৯টা ২ মিনিটে সাজিদকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করতে সক্ষম হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসব মৃত হবলে জানান। এবং রাতেই পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]