ঢাবি শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা : নিন্দা জানিয়ে ৮৭১ জন শিক্ষকের বিবৃতি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৬
ঢাবি শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা : নিন্দা জানিয়ে ৮৭১ জন শিক্ষকের বিবৃতি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ৮৭১ জন শিক্ষক।


১২ ডিসেম্বর, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুব আলম প্ৰদীপ কর্তৃক পাঠানো এক বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যগতভাবে এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দের মাঝে সহানুভূতি বিরাজ করে। কিন্তু গতকাল ১১ ডিসেম্বর ২০২১, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় সম্মানিত বিশিষ্ট শিক্ষক নেতৃবৃন্দ ১. অধ্যাপক ড. জিনাত হুদা (সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি), ২. অধ্যাপক ড. এ. কে. এম. জামাল উদ্দীন (কনভেনার, নীলদল, ঢাকা বিশ্ববিদ্যালয়), ৩.অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া(কো-কনভেনার, নীলদল, ঢাকা বিশ্ববিদ্যালয়), ৪. অধ্যাপক ড. তৌহিদা রশিদ (কো-কনভেনার, নীলদল, ঢাকা বিশ্ববিদ্যালয়)-এর উপর যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আমরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি।


বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় একটি মুক্তচিন্তার ক্ষেত্র যেখানে দলমত প্রকাশ, বুদ্ধিবৃত্তিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। এর আদর্শ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়ার অধিকার রয়েছে এবং স্বাধীন মতপ্রকাশের চর্চা বিদ্যমান ছিল। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্বপক্ষের নীল দল ও এবং শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দের উপর যে ন্যাক্কারজনক হামলা ঘটানোই দেশের বুদ্ধিজীবী মহলের উপর উদ্বেগ এবং আতঙ্কের কারণ। মব সন্ত্রাস সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; বরং এটি শিক্ষা-স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সুস্পষ্ট আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, প্রশাসন এবং সমাজের যৌথ দায়িত্ব।


বিবৃতিতে তারা দাবি জানান—


হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।


দোষীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমগ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যেন ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


এতে আরো বলা হয়, আসুন দেশের শিক্ষকদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সকল শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই ঐক্যবদ্ধভাবে মব সন্ত্রাসসহ সকল সন্ত্রাসীদের প্রতিরোধ ও প্রতিহত করি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com