বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে
শিলাইদহে কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন
প্রকাশ : ০৮ মে ২০২৫, ২২:৩২
শিলাইদহে কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।


৮ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ির চত্বরের মুল মঞ্চে এ অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক, ভাষা বিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।


আলোচনা শেষে মূল মঞ্চে রবীন্দ্র সংঙ্গীত, কবিতা আবৃতি, দলীয় নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পিীবৃন্দ ও কুষ্টিয়া জেলার বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানের শুরুতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনে ব্যবস্থাপনায় বিশ^কবির ১৬৪তম জন্মবার্ষিকীর তিনদিনের অনুষ্ঠানে রয়েছে আলোচনা সভার পাশাপাশি রবীন্দ্র সংঙ্গীত, কবিতা আবৃতি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ি চত্বরে বসেছে গ্রামীণ মেলা। এদিকে তিনদিনের অনুষ্ঠানকে ঘিরে কুঠিবাড়িতে কবিভক্ত ও দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com