
নড়াইলের লোহাগড়া উপজেলার আতশপাড়া-করফা গ্রামে চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কৃষক সৈয়দ টোকন আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ওই পরিবারের দুই ছেলে ও এক নারীসহ ৩ জন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৮মে) দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত বুধবার (৭মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আতশপাড়া-করফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মল্লিকপুর ইউপির আতশপাড়া-করফা গ্রামের সৈয়দ টোকন আলীর স্ত্রীর সাথে তার আপন চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিতে নিষেধ করাকে কেন্দ্র করে কথাকাটি হয়। পরে চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলীর নেতৃত্বে রিজ্জাক আলী, রহিম আলী, করিম আলী, রহমত আলী, হৃদয় আলীসহ ৮-১০ মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
এসময় সৈয়দ টোকন আলীসহ তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই টোকন আলীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসকার জন্য তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বৃহস্পতিবার বিকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]