
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতি প্রতিরোধে গ্রামবাসীর সাথে উদ্যোগ নেয়ায়, ডাকাত সর্দার ইদ্রিসের নেতৃত্বে ১০-১২ জনের একদল ডাকাত, আব্দুর রহিম নামে এক গণমাধ্যমকর্মীকে কুপিয়ে আহত করেছে।
বুধবার (৭মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে চোখে মুখে টর্চলাইট জ্বালিয়ে মোটোরসাইকেল চালানো অবস্থায় রাস্তায় নামিয়ে তাকে কোপায় ডাকাতদল। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে এ ঘটনা ঘটে। ধর্মতীর্থ গ্রামের বাসিন্দা আব্দুর রহিম অনলাইন গণমাধ্যমে 'পুবের আলো' স্টাফ হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ধর্মতীর্থ এলাকার সাধারণ মানুষজন। স্থানীয়রা জানান, ডাকাত সর্দার ইদ্রিস ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। ইদ্রিসের ভয়ে এলাকার চেয়ারম্যান-মেম্বারসহ মাতব্বরা পর্যন্ত কথা বলেন না। একপর্যায়ে ভুক্তভোগী গ্রামবাসী ডাকাত ইদ্রিস ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিলে সে বিভিন্ন লোককে হত্যার হুমকি দেয়। ডাকাত সর্দার ইদ্রিসসহ তার সহযোগী ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আহত সাংবাদিক আব্দুর রহিম বলেন, 'ডাকাত সর্দার ইদ্রিস ও তাদের সহযোগীদের বিরুদ্ধে চুরি-ডাকাতির নিউজ করায় আমাকে ৩দিন আগে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে বলেন, "যা খাবার খেয়ে নে, তোকে তো দুনিয়া থেকে তুলে দিব। এগুলো আমার ফোনে প্রমাণসহ বিস্তারিত আছে।"
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, 'ঘটনার পর বিষয়টি জেনে ডাকাত সর্দার ইদ্রিস ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।'
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, 'বিষয়টি জেনে ডাকাত ইদ্রিস ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে থানার ওসিকে বলেছি।' আইনশৃঙ্খলা রক্ষার্থে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না বলেও জানান তিনি।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]