
খাগড়াছড়ি থেকে অপহরণ হওয়া নরসিংদীর বেলাব উপজেলার যুবক ইসমাঈল মিয়ার। শনিবার (২৬ এপ্রিল) নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র সচিবের সামনে ছেলের খোঁজ চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবার।
এক সপ্তাহ আগে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি ময়ূরখীল এলাকায় কাজ করতে যাওয়ার পর সেখান থেকে নিখোঁজ হয় ইসমাইল।
পরিবার জানায়, শনিবার দিন অফিস থেকে মানিকছড়ির একটি টাওয়ারে পাঠানো হয় ইসমাইলকে, পরে সেখান থেকেই অপহরণকারীরা তাকে তুলে নিয়ে যায়। আজ ৮দিন হলেও আমরা তার কোনো খোজঁ পাইনি। অপহরণকারীদের দাবি সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবে ইসমাইলকে।
শনিবার নরসিংদীতে সফররত অবস্থায় এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে দেখা করেন অপহরণ হওয়া ঐ যুবকের পরিবার। এসময় দ্রুতই তাকে খুজে বের করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র সচিব, তবে সাংবাদিকদের সাথে অপহরণের বিষয়ে কথা বলতে রাজি হয়নি স্বরাষ্ট্র সচিব ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]