
মধ্যপ্রাচ্যের আকাশে দেখা দিয়েছে আরবি সপ্তম মাস রজবের চাঁদ। এই চাঁদ ওঠার মধ্য দিয়ে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর হৃদয়ে শুরু হয়েছে পবিত্র রমজানের দীর্ঘ প্রতীক্ষা। রজব ও শা’বান মাসের পরেই আসে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। গালফ নিউজের তথ্যমতে, আর মাত্র দুই মাসের ব্যবধানেই শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার এই মহিমান্বিত মাস।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে। যদি এই হিসাব সঠিক হয়, তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতো চাঁদের দেখার ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
এদিকে বাংলাদেশে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে কাল রোববার(২১ ডিসেম্বর) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে নির্দিষ্ট টেলিফোন নম্বর (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০) অথবা স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ইসলামি সংস্কৃতিতে রজব মাসের গুরুত্ব অপরিসীম। জিলকদ, জিলহজ ও মহররমের মতো এই মাসটিও অত্যন্ত মর্যাদাপূর্ণ, যে সময়ে যেকোনো ধরনের যুদ্ধবিগ্রহ ও অন্যায় কাজ কঠোরভাবে নিষিদ্ধ।
এছাড়া এই মাসের ২৬ তারিখ দিবাগত রাতটি মুসলিমদের কাছে ‘শবে মেরাজ’ হিসেবে পরিচিত। এই মহিমান্বিত রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর সাথে সাক্ষাত করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের উপহার নিয়ে ফিরে আসেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]