দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান
লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭
লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড'র ৩১তম বার্ষিক সাধারণ সভা ঝাঁকঝমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে.


শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বান্দরবান জেলার লামা উপজেলা শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


এ উপলক্ষ্যে সকাল থেকে শত শত সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সভাস্থল। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম। মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও সংস্থার চেয়ারম্যান আব্দুর শুক্কুরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হুমায়ুন খালিদ।


এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, সিএসএল’র সভাপতি এমদাদ হোসেন মালেক, কাল্ব লিমিটেড’র সাবেক ডিরেক্টর আশিষ কুমার দাশ, আব্দুস ছাত্তার ভুইয়া, নুর মোহাম্মদ ও মো. শফিউল আলম, কালব’র জেলা ব্যবস্থাপক সমিরন কান্তি দাশ বিশেষ অতিথি ছিলেন।


এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্থার ইসলামি শরিয়াহ বোর্ড’র সদস্য সচিব মো. ইয়াহিয়া, সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক ও জহুরুল হক, প্রতিষ্ঠানের ক্রেক্রেটারী মো. হাবিবুর রহমান প্রমুখ। সভায় দুই সহ¯্রাধিক সাধারণ সদস্য স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। শেষে অনুষ্ঠিত র‌্যফেল ড্র এর মাধ্যমে ১৪৫ জন বিজয়ী সদস্যকে পুরস্কার ও নিয়মিত সাধারণ ১০ শিশু সদস্যকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


‘টেকসই ক্রেডিট ইউনিয়ন’ এ স্বপ্ন নিয়ে ও সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য মাত্র ১২জন সদস্য নিয়ে ১৯৯২ সালের ১ জুলাই মৌচাক কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড যাত্রা শুরু করে। বর্তমানে এ সংস্থার সদস্য সংখ্যা ১৪ হাজার ও মূলধন ৬৮ কোটি টাকা বলে জানান সংস্থার সিইও এম জয়নাল আবেদীন। তিনি বলেন- চিকিৎসা সেবা, মৌচাক টাওয়ার নির্মাণ, বৃদ্ধাশ্রম, এতিমখানা, সেলাই প্রশিক্ষণ, সিইউডিসিসি প্রশিক্ষণসহ নতুন নতুন উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাবে মৌচাক কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com