
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট ভূক্ত) ইদ্রিস আলী ও সাহাবুল ইসলামকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার নওপাড়া এলাকার রহেদুল ইসলাম এর ছেলে মোঃ ইদ্রিস আলী ও দক্ষিণ মাধবপাড়া এলাকার আব্দুল খালেক এর ছেলে সাহাবুল ইসলাম।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, মাদক ও গ্রেফতারি পরোয়ানা আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার ১৯ ডিসেম্বর পুলিশ এর চৌকস একটি দল থানা এলাকায় চালিয়ে এসটি ও জিআর মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আসামি ইদ্রিস আলী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সাহাবুল ইসলাম নামে দুই জন ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার জিআর মামলা নম্বর ২৭৫/১৫ ও ৩৬।
গ্রেফতার আসামিদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]