২১ ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬
২১ ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে
শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বরের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। তবে কিছু গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন হওয়ায় প্রতিবাদসহ ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।


শনিবার (২০ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির ভেরিফাইড পেজে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রাষ্ট্রীয় শোকপালন শেষে আগামীকাল থেকে শিল্পকলায় অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে।


তারা বলছেন, কিছু সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেজে বিষয়টি অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে। যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্যে জানাচ্ছে যে, রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী আগামীকাল (২১ ডিসেম্বর) থেকে নিয়মিত চলবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com