
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে মো. জান্নাত হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
২০ ডিসেম্বর, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নয়নগর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত জান্নাত উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক বিষয় নিয়ে নয়ানগর গ্রামের শাহিন রাঢ়ির ছেলে দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া হতো। শনিবার সকাল ১০টায় দুই ভাই আবারও ঝগড়া শুরু করলে তাদের থামাতে ঘটনাস্থলে যায় প্রতিবেশী আব্দুল হকের ছেলে জান্নাত হোসেন। এসময় দুই ভাইয়ের হাতেই বগি দা ছিল। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ তার হাতে থাকা দা দিয়ে তার ভাই তারেককে উদ্দেশ্য করে কোপ দিতে গেলে তা জান্নাতের গায়ে লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, 'ওই দুই ভাই মাদকাসক্ত, চুরি-ছিনতাইয়ে জড়িত। তারা মামাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই।'
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]