
পাবনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল আনন্দময় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল, শুক্রবার বিকেলে পাবনার বেড়া উপজেলার বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বেড়া বনগ্রাম যুবদলের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবনেতা মো মাসুদুল হক।
ফুটবল ম্যাচের সভাপতিত্ব করেন বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির, সার্বিক পরিচালনা করেন বেড়া পৌর যুবদলের আহ্বায়ক মো জাহাঙ্গীর মোল্লা।
খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলায় স্থানীয় ফুটবল দল নাইজেরিয়া ও ঘানা নামে অংশগ্রহণ করে। তীব্র্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ঘানা দল ৫-৪ গোলে নাইজেরিয়া দলকে পরাজিত করে।
বিবার্তা/পলাশ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]