
রাজধানীর ডেমরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ডেমরার রঙ্গমালা কলেজের উত্তর পাশে বড়ভাঙ্গা থেকে স্টাফ কোয়ার্টারগামী পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।
আসিয়ান পরিবহনের একটি বাসে ব্যাটারির অংশ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১টার দিকে বাসের ভেতরে আগুন দেখতে পান। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, ডেমরা থানার পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ব্যাটারির সঙ্গে যুক্ত ইলেকট্রিক তারের স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, বাসে আগুন জ্বলে ওঠার ঘটনায় ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ চেক করা হয়েছে। এতে দেখা গেছে কোন দুর্বৃত্ত বা ব্যক্তি বাসে আগুন দেয়নি। পুলিশের টহল টিমের গাড়িও ওখান দিয়ে গেছে। তারপরও পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আর এ ঘটনায় কোনো যাত্রী বা চালক-সহকারী আহত হননি এবং প্রাণহানির ঘটনাও ঘটেনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]