'সুষ্ঠু নির্বাচন পেতে নাগরিকদের সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে'
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:২৪
'সুষ্ঠু নির্বাচন পেতে নাগরিকদের সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে'
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাগরিকগণ ঘুমিয়ে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন পেতে নাগরিকদের অবশ্যই সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে।কেবল প্রশাসনের উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে নাগরিকদেরকেও অনেক দায়িত্ব নিতে হবে।


১৩ ডিসেম্বর, শনিবার ভোলায় অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরন : নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বরিশাল জেলার সুজনের সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন উপরোক্ত বক্তব্য রাখেন।


সুজন ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বরিশাল সুজন সম্পাদক রন জিৎ দত্ত ,আলহাজ্ব শওকত হোসেন , জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক কামরুল আহসান , ডঃ মোহাম্মদ মিজানুর রহমান, নাসির পাটোয়ারী,বোরহানউদ্দিন সুজন সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান, শিক্ষক নেত্রী খালিদা খানম,নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, কবি ও লেখক সুবর্ণা ফারহানা চৌধুরী, কলেজ শিক্ষক রিয়াজ মাহমুদ, গণমাধ্যম কর্মী যাবেদ মাহমুদ ফিরোজ,শিক্ষক মেহেদী হাসান, সাংবাদিক এসিডি অর্জুন,সমাজকর্মী জামাল খান প্রমূখ। শুরুতে আলোচ্য বিষয়ের উপর কি নোট উপস্থাপন করেন মেহের আফরোজ মিতা।


সভায় বক্তাগণ বলেন সুষ্ঠ নির্বাচনের প্লেইনফিল্ড এখনো তৈরি হয়নি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন যথার্থ ভূমিকা পালন করছে না। ভাড়ায় খাটা বিগত দিনের চিহ্নিত সন্ত্রাসী লাঠিয়ালদেরকে জেলে পুড়তে হবে এবং কালো টাকার প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।


অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারলেই গণতন্ত্র উত্তরনের পথ খুঁজে পাওয়া যাবে। আর সুজন সে বিষয়ে সারাদেশে কাজ করছে বলেই আজকের এই বৈঠক”।


সংগঠনটির বরিশাল অঞ্চলের সমন্বয়কারী মেহের আফরোজ মিতার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে সভাপতির বক্তব্যে মোবাশ্বির উল্লাহ বলেন, “চাঁদাবাজ, লুটেরা ছাড়া কেউ তো নির্বাচন করতেই পারবে না। কেননা যেখানে ৫ হাজার টাকা জমা দেয়ার কথা নির্বাচন কমিশন সেটা করেছে ৫০ হাজার টাকা। যা একজন সৎ ব্যক্তির পক্ষে বহন করা খুবই কষ্টসাধ্য”।


গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা সুজন সম্পাদক রনজিত দত্ত, সুজন ভোলা জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন ও অধ্যক্ষ খালেদা খানম এবং ভোলা জেলার সকল উপজেলা থেকে আগত সুজন নেতৃবৃন্দ।


সুজনের ভোলা জেলা কমিটির সদস্য মোঃ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তারা সকলেই আগামী নির্বাচনে যেন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থাগ্রহণে এবং চ›িহত সন্ত্রাসীদের অন্তত নির্বাচনকালিন সময়ে জেলে রাখার জন্য সরকারকে বাধ্যকরণে সুজনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


ভোলা শহরের একটি বেসরকারি হোটেলের সম্মেলন কক্ষে দিনব্যাপী চলা বৈঠকে সুজন সংশ্লিষ্ট প্রায় ১শ’ জন অতিথি উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।


বিবার্তা/রিয়াজ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com