মালয়েশিয়ায় ৮ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫
মালয়েশিয়ায়  ৮ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি বিশেষ অভিযানে বৈধ ভ্রমণ নথি না থাকায় ৮ বাংলাদেশি মোট ৪৯ জন বিদেশি অভিবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। এই অভিযানে আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।


শনিবার (১৩ ডিসেম্বর) জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যের তামান জোহর জয়া এলাকার ১৬টি দোকানঘর এবং আবাসিক ভবনে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।


জোহর ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানিয়েছেন, আটকদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তারা বিভিন্ন অভিবাসন অপরাধে অভিযুক্ত। পরিদর্শনে দেখা যায়, তাদের কারও কাছেই মালয়েশিয়ায় থাকার জন্য বৈধ ভ্রমণ নথি নেই এবং অনেকেই অনুমোদিত সময়ের বেশি সময় দেশটিতে অবস্থান করছিলেন।


আটক ৪৯ জন অভিবাসীর মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তার মধ্যে বাংলাদেশের ৮, মিয়ানমারের ২৪, পাকিস্তানের ১১ এবং ইন্দোনেশিয়ার ৬ জন নাগরিক রয়েছেন।


পরিচালক মোহাম্মদ দারুস জানান, আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।


জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষের ধারণা, এই নথিবিহীন অভিবাসীরা মূলত দোকানঘর এবং আবাসস্থলগুলোতে বসবাস করে অবৈধভাবে কাজ করছিলেন।


আটক সবাইকে পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোটে রাখা হয়েছে। রাজ্যকে অবৈধ অভিবাসীমুক্ত রাখতে এবং জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com