লন্ডনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে প্রদীপ প্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২০
লন্ডনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে প্রদীপ প্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠিত
জুয়েল রাজ
প্রিন্ট অ-অ+

১৪ ডিসেম্বর বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী স্মরণে, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্যের আবৃত্তি সংগঠন ছান্দসিক পরিবেশনায় প্রদীপ প্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রাজের পরিচালনায়, সভাপতি সৈয়দ এনাম ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ যে দু:সময়ে এসে দাঁড়িয়েছে, শুধু রাজনৈতিক কারণ নয়। ১৯৭১-এ পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যার মধ্যদিয়ে একটি মেধাহীন প্রজন্ম গড়ে তোলা হয়েছে। যার ফলশ্রুতিতে ৫৪ বছর পর এসে আমাদের গর্বিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে একটি প্রজন্ম। এ দায় আমাদের ও আছে। ৭১-এর পরাজিত শক্তি আবার ও মাথা তুলেছে। সম্মিলিতভাবে এদের রুখতে হবে । এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করার আহ্বান জানান।


অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বাবলু, সংগঠনের উপদেষ্টা হরমুজ আলী, কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশাসহ সভাপতি নীলুফা ইয়াসমিন হাসান, কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, হৃদয়ে ৭১-এর সাধারণ সম্পাদক, আলীমুজ্জামান, অনলাইন এক্টিভিস্ট সুশান্ত দাশ গুপ্ত, নারী নেত্রী নাজনীন সুলতানা শিখা, কাউন্সিলার অজন্তা দেব রায়সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।


উপস্থিত বক্তারা বলেন, আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার অর্ধশতাব্দীর পর এসে আমাদের আবার ও মুক্তিযুদ্ধের পরীক্ষা দিতে হচ্ছে, যারা ৭১-এ বাংলাদেশ চায়নি, যারা আমাদের মানুষদের হত্যা করেছে, যারা আমাদের মা ,বোনদের ধর্ষণ করেছে। সেই শক্তি মাথা তুলে।দাঁড়িয়েছে। আরেকটি যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেছে। ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে কোন ভাবেই হারতে পারে না। হারতে দেয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের খুনী ও এর দোসরদের আমরা বিচারের আওয়াত নিয়ে আসতে পারি নাই। রাজাকার আল বদরদের আমরা সাজা নিশ্চিত করতে পারি নাই বলেই দেশ আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন।


শহীদ বুদ্ধিজীবী স্মরণে বাচিক শিল্পী মুনিরা পারভীনের পরিচালনায় ছান্দসিকের আয়োজনে কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন, ঊর্মি মাজহার, স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব ও ধনঞ্জয় পাল।


সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সহ সভাপতি জামাল আহমদ খান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com