
কানাডা ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সংগঠন “গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি)” এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ২১ ডিসেম্বর (রবিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়। বিশ্বের ১২টি দেশ থেকে ২৩ জন সাধারণ সদস্য ভার্চুয়াল এ সাধারণ সভায় যোগদান করেন।
সভার শুরুতেরই বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন জিসিডিজি’র নির্বাহী পরিচালক মো. গোলাম কিবরিয়া তালুকদার। প্রতিবেদনে জানা যায় বিগত এক বছরে সংগঠনের ১৬টি কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, ১২টি গবেষণামূলক বিষয়ভিত্তিক প্রকাশনা এবং জিসিডিজি’র নিউজলেটার “দ্য স্পটলাইট” এর ১৩টি সংখ্যা প্রকাশিত হয়েছে বলে জানা যায়। জিসিডিজি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ৬জন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিশেষ বৈঠক এবং জাতিসংঘের জেনেভার সদর দপ্তরে ইন-পার্সন সেমিনারসহ ৮টি সেমিনারের আয়োজন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রতিবেদন তুলে ধরেন ফাইন্যান্স ডিরেক্টর মনিরুল ইসলাম।
এই বার্ষিক সাধারণ সভায় অস্ট্রেলিয়া থেকে ড. মোল্লা হক, মোহাম্মাদ মুনীর হোসেন এবং আইভি রহমান, ব্রুনাই থেকে ডা. এ. বি. এম. কামরুল হাসান, কানাডা থেকে মো. গোলাম কিবরিয়া তালুকদার, অ্যাড. নাজমা কাওছার, মনিরুল ইসলাম, প্রকৌশলী লতিফুল কবির ও ড. হাসান পারভেজ আহমেদ, ডেনমার্ক থেকে প্রিয়াংকা ইসলাম, মালয়েশিয়া থেকে ডা. এ. টি. এম. এমদাদুল হক, নিউজিল্যান্ড থেকে অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ ও রাকিব মির্জা, সৌদি আরব থেকে ডা. কাজী মোহাম্মাদ মাসুদুর রহমান ও প্রকৌশলী কে এম তানভীর সিকান্দার, সুইজারল্যান্ড থেকে ডা. মোহাম্মাদ সেলিম রেজা, ইংল্যান্ড থেকে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, শারিতা মিল্লাত, অধ্যাপক ড. জে এ চৌধুরী ও ব্যারিস্টার শাহজালাল, যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক ড. মোহাম্মাদ শহীদুল্লাহ, ড. জামিল তালুকদার এবং অধ্যাপক ড. শ্যামল দাস অংশগ্রহণ করেন।
সাধারণ সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কাউন্সিল ২০২৬-২০২৭ গঠিত হয়। নবগঠিত কাউন্সিলে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত পুনরায় সভাপতি এবং মো. গোলাম কিবরিয়া তালুকদার নির্বাহী পরিচালক মনোনীত হন। এছাড়াও, ডিরেক্টর ফাইন্যান্স পদে মনিরুল ইসলাম, ডিরেক্টের পাবলিকেশন পদে অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ, ডিরেক্টর রিসার্চ পদে অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল্লাহ, ডিরেক্টর কমিউনিটি, ইয়ুথ অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স পদে ডা. কাজী মোহাম্মাদ মাসুদুর রহমান, ডিরেক্টর পদে ড. মোল্লা হক, ডা. এ. বি. এম. কামরুল হাসান, প্রকৌশলী লতিফুল কবির, ডা. এ. টি. এম. এমদাদুল হক, প্রকৌশলী শফিকুর রহমান অনু পুনরায় মনোনীত হন। কাউন্সিলে নতুন যুক্ত হয়েছেন ডিরেক্টর ফান্ডরাইজিং অ্যান্ড গ্রান্ট অ্যাপ্লিকেশন পদে ড. হাসান পারভেজ আহমেদ, ডিরেক্টর লিগ্যাল অ্যাফেয়ার্স পদে অধ্যাপক ড. জে. এ. চৌধুরী, পরিচালক পদে অধ্যাপক ড. শ্যামল দাস এবং ডা. মোহাম্মাদ সেলিম রেজা।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]