এক মাস আগে মিশনে যান সৈনিক শামীম, নিমিষেই শেষ সব স্বপ্ন!
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:০৩
এক মাস আগে মিশনে যান সৈনিক শামীম, নিমিষেই শেষ সব স্বপ্ন!
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম রেজার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।


রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির সামনে বসে আহাজারি করছেন বাবা আলম ফকির। স্বজন ও প্রতিবেশীরা তাকে শান্ত করার চেষ্টা করছেন।


৩ ভাই এক বোনের মধ্যে শামীম সবার বড়। মেজ ভাই সোহেল ফকির সৌদি আরব প্রবাসী, সেজ ভাই সোহান বেকার অবস্থায় বাড়িতেই রয়েছেন এবং একমাত্র বোন মরিয়ম খাতুন হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করেন।


সেনাবাহিনীর একটি দল নিহত শামীমের পরিবারের সাথে দেখা করেছে।সেই সাথে দ্রুত সময়ের মধ্যে শামীমের মৃত্যু দেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের কথাও জানিয়েছেন।


শামীমের বাবা আলম ফকির জানান, তিনি কৃষিকাজ করে শামীমকে লেখাপড়া শিখিয়েছেন। ৮ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন শামীম। গত ৭ নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান।


তিনি বলেন, সবশেষ গত শুক্রবার আমার ছেলের সাথে আমার মোবাইল ফোনে ভিডিও কলে কথা হয়। সেসময় ছেলে জানায়, সে সুস্থ আছে। বললো, আব্বু আমি ডিউটিতে যাবো দোয়া করো। কিন্তু ডিউটিতে গিয়ে আর ফিরলোনা আমার ছেলেটা। শনিবার রাত ১২ টার দিকে আমরা খবর পাই আমার ছেলে আর নেই।


তিনি বলেন, আমার ছেলে শামীম দেড় বছর আগে কুষ্টিয়ার খোকসায় বিয়ে করে। শামীমের স্বপ্ন ছিল ছোট ভাই-বোনদের ভবিষ্যত গড়ে দিবে। সে আমার মেঝ ছেলেকে সৌদি আরব পাঠিয়েছে। ছোট ছেলেকে সিঙ্গাপুর পাঠানোর জন্য পাসপোর্ট করেছে। মিশন থেকে ফেরার সময় একমাত্র বোনের জন্য সোনার গহনা নিয়ে আসতে চেয়েছিল সে। সব স্বপ্নই এক নিমিষে শেষ হয়ে গেল।


শামীমের ছোটভাই সোহান ফকির বলেন,গত বৃহস্পতিবার আমরা ৩ ভাই ভিডিও কলে শেষবারের মতো কথা বলেছিলাম। ভায়ের ৮ বছরের স্বপ্ন মিশনে যাওয়া। সেই স্বপ্নই আজ আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো!আমাদের এখন একটাই দাবী দ্রুত ভায়ের মৃত দেহ কাছে পাওয়া।


কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: মেজবাহ উদ্দিন বলেন, আমি শামীম ফকিরের পরিবারের সাথে দেখা করেছি।সেনাবাহিনীও এসেছিলো। শামীম রাষ্ট্রীয় দায়িত্ব পালনে গিয়ে শহীদ হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তার মৃত দেহ দেশে আনা হবে। উপজেলা প্রশাসন শামীমের পরিবারের পাশে থাকবে সবসময়।


আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত এবং আরো আট জন আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com