প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ বিকেলে
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১
প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ বিকেলে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।


রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তিনি এই অভিভাষণ দেবেন।


দেশের শীর্ষ আইনসেবকের দায়িত্ব থেকে অবসরের আগে এই বক্তব্য দিবেন তিনি। ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।


দীর্ঘ বিচারিক পেশায় তিনি দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দিয়েছেন। তার বিদায়ী বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।


সৈয়দ রেফাত আহমেদের বিদায়ের পর শীঘ্রই নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন বিচারপতি মোঃ হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি তার নিয়োগ অনুমোদন করেছেন এবং তার শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ১১ আগস্ট তিনি শপথ নেন।


সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসিতে। এরপরে সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে কাজ করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com