সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা, নিহত অন্তত ১২
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬
সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা, নিহত অন্তত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডাই বিচে গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ১৪ ডিসেম্বর,রোববার সিডনি সময় সন্ধ্যায় এ হামলায় অন্তত ২৯ জন আহতও হন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।


অস্ট্রেলিয়ান কর্মকর্তারা রয়টার্সকে জানান, ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।


নিউ সাউথ ওয়েলস পুলিশ রয়টার্সকে জানায়, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।


অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) খবরে বলা হয়েছে, সেখানে অন্তত দুইজন বন্দুকধারী ছিলেন। তাদের মধ্যে অন্তত একজন নিহত রয়েছেন।


নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র এবিসিকে জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং কয়েকজনের অবস্থা গুরুতর।


প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে 'অত্যন্ত মর্মান্তিক ও হতবাক করার মতো' বলে উল্লেখ করেন।


তিনি বলেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে জীবন বাঁচাতে কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন (৩০) সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, তিনি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন এবং চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক গুলির শব্দ ও পুলিশের সাইরেন শোনা যায়।


সৈকত ও আশপাশের পার্কে থাকা মানুষজনকে আতঙ্কে ছত্রভঙ্গ হয়েও পড়তে দেখা যায়।


একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে বড় ধরনের অস্ত্র থেকে গুলি ছুড়তে দেখা যায়। পরে সাদা টি–শার্ট পরা এক ব্যক্তি তাকে ঝাঁপিয়ে ধরে অস্ত্র কেড়ে নেন।


আরেকটি ভিডিওতে দেখা যায় একটি ওভারব্রিজ থেকে গুলি ছোড়ার দৃশ্য।


বিশ্বের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত বন্ডাই সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকে পূর্ণ থাকে।


প্রায় ১১ বছর আগে সিডনির লিন্ট ক্যাফেতে সংঘটিত জিম্মি ঘটনার পর এটিই শহরটির অন্যতম বড় সহিংস হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।


সে সময় ১৬ ঘণ্টার অচলাবস্থার পর দুই জিম্মি ও বন্দুকধারী নিহত হয়েছিলেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com