
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আত্মহত্যা প্রবণতা এক ক্রমবর্ধমান গভীর সামাজিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে প্রকাশ পাচ্ছে। গত এক বছরে কেন্দুয়া উপজেলায় ৪০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা পরিবার, সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য এক অশনিবার্তা বহন করে।
এই প্রেক্ষাপটে ১৪ ডিসেম্বর প্রেরক ফাউন্ডেশন আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সহমর্মিতা বৃদ্ধির করতে ‘একটি সচেতনতামূলক সাইকেল র্যালি-ঐক্যতান’ এর আয়োজন করে।।
এই র্যালি উপজেলার কোটবাড়ী দুর্গ থেকে শুরু হয়ে পাইকুড়া বাজার, নীলাম্বরখিলা স্পর্শ করে আবার কোটবাড়ী দূর্গে এসে সমাপ্ত হয়।
‘ঐক্যতান’ শব্দটি কেন্দুয়ার লোকসংগীত ঐতিহ্য থেকে অনুপ্রাণিত-যা জীবনের নিরন্তর উত্থান-পতনকে সুরের বন্ধনে ধারণ করার প্রতীক। এই নামের মধ্য দিয়ে আয়োজকরা জীবনকে ভালোবাসা এবং সমাজের সম্মিলিত দায়িত্ববোধের বার্তা তুলে ধরেন।
এই সাইকেল র্যালির মূল উদ্দেশ্য ছিল, কেন্দুয়া উপজেলার মানুষের মাঝে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা, মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপদ আলোচনার পরিবেশ তৈরি, পরিবার ও সমাজে সহমর্মিতা ও সম্পর্ক-সচেতনতা বৃদ্ধি, তরুণদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা চাওয়ার প্রবণতাকে উৎসাহিত করা।
প্রেরক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শফিক আহমেদ ভুইয়া বলেন, ‘আত্মহত্যা কোনো ব্যক্তির ব্যর্থতার গল্প নয়। এটি আমাদের সমাজে সহমর্মিতা, পারিবারিক সমর্থন এবং তরুণদের নিরাপদ মানসিক পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হওয়ার প্রতিফলন। আমরা যদি সময়মতো একজন মানুষের পাশে দাঁড়াই, তবে একটি কথাও অনেক সময় একটি জীবন বাঁচাতে পারে। ‘ঐক্যতান’ র্যালির মাধ্যমে আমরা সেই কথাই সমাজকে মনে করিয়ে দিতে চাই। ‘জীবন কখনো একক সুরে চলে না। কখনো সুর ভাঙে, কখনো তাল হারায়। কিন্তু সুর ভাঙলেই জীবন থেমে যায় না, যদি আমরা একসঙ্গে ঐক্যতান ধরতে পারি।’
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, সাইক্লিং গ্রুপ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
প্রেরক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার, ক্যাম্পেইন, পরিকল্পনা এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। যেগুলো তরুণদের জীবনবোধ, আত্মবিশ্বাস ও কর্মোদ্যম গড়ে তুলতে ভূমিকা রাখছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]