
টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘাটান্দি গ্রামের মিনহাজের ছেলে রুবেল (৩৫), হবিবুরের ছেলে মনজুরুল (৪৩), কাগমারিপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক (৩৮), নুরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (২৫), গোবিন্দাসীর কান্চুর ছেলে লতিফ (৪৫), কুকাদাইরের মৃত সোলাইমানের ছেলে আলআমিন (৪২), বরকতপুরের মকবুলের ছেলে শিপন (২৪), কুঠিবয়রা গ্রামের মৃত ইয়াকুবের ছেলে মামুন সরকার (৪৫), ডিগ্রীর চরের মৃত আজগরের ছেলে শহিদুল (৩৫), গোপালপুর উপজেলার জয়নগরের আবুল মেম্বারের ছেলে গোলাপ (৪৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ জন জুয়াড়ি কে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/বাবু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]