
পঞ্চগড়-১ (আটোয়ারী-সদর-তেঁতুলিয়া) ও পঞ্চগড়-২ (বোদা- দেবীগঞ্জ) এই দুইটি আসনে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ৭ জন ও পঞ্চগড়-২ আসনে ৮ জন ৷
পঞ্চগড়-১ আসনের প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল--বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান মটোর গাড় (কার), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমিরের মার্কা ধানের শীষ, বাংলাদেশ সুপ্রিম পাটির (বিএসপি) আব্দুল ওয়াদুদ বাদশা একতারা মার্কা, বাংলাদেশ লেবার পাটির ফেরদাউস আলম আনারস মার্কা, গণঅধিকার পরিষদ (জিওপি) মাহাফুজার রহমান ট্রাক মার্কা, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র সারজিস আলম শাপলা কলি মার্কা ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের(বিএনএফ) সিরাজুল ইসলামের টেলিভিশন মার্কা।
পঞ্চগড়-২ (বোদা-দেবিগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ মার্কা, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমনের ঘোড়া মার্কা, বাংলাদেশের কমিউনিস্ট পাটি আশরাফুল আলমের মার্কা কাস্তে, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদের এমরান আল আমিনের মার্কা মোটার (কার), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কামরুল হাসান প্রধান এর মার্কা হাতপাখা, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) দেলোয়ার হোসেন এর মার্কা একতারা, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপনের মার্কা লাঙ্গল ও বাংলাদেশ জামায়েতে ইসলামীর সফিউল আলমের মার্কা দাঁড়িপাল্লা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দেরপত্র তুলে দেন পঞ্চগড়ের দুইটি আসনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান। প্রতিক বরাদ্দকালে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।
এসময় জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সায়েমুজ্জান সকল প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচার কার্য চালানোর অনুমুতি প্রদান করেন৷ তিনি বলেন, আমরা চাই সকলে মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেই।। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন প্রমানিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]