
টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সালাম ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি পেশায় মুদির দোকানদার ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে তিনি তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না আসায় স্বজনরা তার খোঁজ শুরু করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুইশ মিটার দূরে একটি লেবুর বাগানে তার জবাই করা মরদেহ দেখতে পায়। এঘটনায় এলাকায় চাঞ্চলতার সৃষ্টি হয়।
নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পর আজ সকালে আমাদের লেবু বাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়।
নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার জানামতে বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।
এঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]