সাভারে নারী ও শিশুকে পুড়িয়ে হত্যা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:২৪
সাভারে নারী ও শিশুকে পুড়িয়ে হত্যা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে নারী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কমিউনিটি সেন্টার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে স্থানীয় কয়েকজন আগুনে পোড়া একজন নারী ও অপরজন শিশুর লাশ দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। এঘটনায় সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


এর আগে গত ৩ মাসে সেখানে আরো তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনজনকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com