
‘সু-স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ ডায়াবেটিস সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় আলোচকরা বলেন, দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলছে, গোপালগঞ্জ ও এর বাইরে নয়। প্রতি ৬শ’ জনে ২শ ’জন ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। এর কারণ হচ্ছে অলসতা ও অসচেতনতা। ডায়াবেটিস রোগ থেকে আমাদের মুক্তি পেতে হলে অলসতা কাটিয়ে সচেতন হতে হবে।
বিবার্তা/শান্ত/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]