
‘শিক্ষা-ধর্ম-সম্প্রীতি মশিগশি প্রকল্পের মূলনীতি’ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে জেলা কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কল্যাণ ট্রাস্ট্রের উত্তরবঙ্গের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক’ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (রাজস্ব) জেসমিন নাহার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ঠাকুরগাঁও জেলা সভাপতি শ্রী মনোরঞ্জন সিংহ, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হাসান আশকারী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন।
কর্মশালায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক ইন্দ্রজিৎ রায়, ফিল্ড সুপারভাইজার বিদ্যা চন্দ্র বর্মন, দুলাল চন্দ্র বর্মন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।
বিবার্তা/বিধান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]