
রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম কিলার বাবু ওরফে টেরা বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় সেনা সদস্যরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় স্থানীয় জনতা ওই যুবককে ধরে গণপিটুনি দেয়। এরপর তারা খবর দেয় আজিমপুর আর্মি ক্যাম্পে। ক্যাম্পের সদস্যরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত যুবক এলাকায় কিলার বাবু ও টেরা বাবু নামে পরিচিত। তার নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮-১০টি মামলা রয়েছে। তার বাসা শহীদনগর এলাকায়। বাবার নাম ইউনুস খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]