
সকাল থেকে ঝুম বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। দুই ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকেই শুরু হয় অল্প অল্প বৃষ্টি। এরপর ৭টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও স্কুলগামী শিক্ষার্থীরা।
ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ৯টার পর বৃষ্টি থেমে গেলেও রাস্তায় পানি জমে আছে। চলাচলে ভোগান্তির কথা জানাচ্ছেন নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া সংস্থাটি আরও জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
এদিকে, আবহাওয়া অফিস বলছে, সোমবারের (১৮ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে আগামী কয়েক দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]