
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের তদন্তে প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র চেয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল কাইয়ুম হাওলাদারের স্বাক্ষরিত চিঠিতে, সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলামের সময়কালে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে একজন কর্মকর্তাকে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। চিঠিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।
চাওয়া হয়েছে যেসব রেকর্ডপত্র:
১. ২০১৫ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে রেজিস্ট্রার পদে নিয়োগ সংক্রান্ত সকল নথি। এর মধ্যে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রার্থীদের তালিকা (সামারি সিট), সিলেকশন বোর্ডের সুপারিশ, প্রতিবেদন ও প্রার্থীদের দাখিল করা প্রাসঙ্গিক কাগজপত্র।
২. রেজিস্ট্রার মনিরুল ইসলামের কার্যকালে সেকশন অফিসার, কম্পিউটার অপারেটর, এমএলএসএস ও গার্ডেনার পদে নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র।
৩. বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের গাড়ি ব্যবহারের রেজিস্টার বা লগ বুক।
৪. ২০১৮ সালে রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন।
দুদক তাদের চিঠিতে এসব তথ্য ১২ মে ২০২৫ তারিখের মধ্যে দাখিল করার জন্য নির্দেশনা দেয়।
বিবার্তা/মৃত্যুঞ্জয়/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]