খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৩
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৫৩
খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৩
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে এক চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (১৭ আগস্ট) আসামি ছিনিয়ে নেয়ার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।


দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতপরিচয়ে ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় একটি চাঁদাবাজি মামলার আসামিদের গ্রেফতারের জন্য মাঝিরগাতীতে অভিযান চালিয়ে কাঁচা বাজার এলাকা থেকে তৈয়ব মুন্সি (২৬) নামের এক আসামিকে আটক করা হয়। তবে গ্রেফতারের পরপরই গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সির নেতৃত্বে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।


এ সময় মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসুদ (৪৫), এসআই আহম্মদ আলী (৩৫) ও কনস্টেবল ইব্রাহিম (৩৫) আহত হন। তাদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে।


পুলিশ জানায়, ঘটনার পরপরই ওসি এইচ এম শাহীনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি দল রাতে অভিযান চালায়। এতে মো. ওসমান শেখের ছেলে জামিরুল ইসলাম (৩৪), সৈয়দ আ. রাজ্জাকের ছেলে আব্দুল করিম এবং মৃত রতন শেখের ছেলে লিটন শিকদারকে (৩৫) আটক করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com