নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:৫৮
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি স্টেশনের দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯ টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় এ সংঘর্ষ চলে। তবে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- পাঁচদোনা এলাকার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। অন্য আহতদের নাম জানা যায়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে সর্বশেষ রবিবার সন্ধ্যা সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। একাধিক ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।


আহতদের মধ্যে গুলিবিদ্ধ দু'জন হামিদ মিয়া ও হাসান মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে এবং অন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসটাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুইজন গুলিবিদ্ধ হয়েছে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com