
সাভারে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব ৪ জানায়, রাতে সাভারের বলিয়ারপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যাওয়া সেই দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিন, দেওয়ানবাড়ি থেকে তার সহযোগী জুয়েল ও আশুলিয়ার পাড়াগ্রাম এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। এসময়তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, ইতঃপূর্বে আল-আমিনকে গ্রেফতারে একাধিক বার অভিযান পরিচালনা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামিরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সাথে জড়িত। তারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]