
জাপান থেকে বিলাসবহুল গাড়ির একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে বন্দরের ৯ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী জাহাজ এমভি লোটাস লিডার ভিড়ে। পরে বিকালে থেকে জাহাজ থেকে গাড়ির খালাস কাজ শুরু হয়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, এই চালানে মোট ২৬৬ টি গাড়ি আমদানি করা হয়েছে। তিনি বলেন, এ সকল আমদানীকৃত গাড়ি গুলো খালাস করে বন্দরের গাড়ির ইয়ার্ড এ রাখা হবে। পরে এগুলো আমদানিকারকরা ছাড়িয়ে নেবেন বলে জানান তিনি।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]