
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশের সব নীতিনির্ধারণ করছে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও আইএমএফ। তাদের সঙ্গে আমাদের আমলা ও ব্যবসায়ীরা যুক্ত আছেন।
১৩ আগস্ট, বুধবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) নাগরিক উদ্যোগ ও পিপলস হেলথ মুভমেন্ট আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ও দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে সতর্ক পুনর্বিবেচনা প্রয়োজন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের কো-অর্ডিনেটর বারাকাত উল্লাহ মারুফ।
আনু মুহাম্মদ বলেন, ‘শেখ হাসিনার আমলে যারা সিদ্ধান্ত নিতেন, ড. ইউনূস আমলেও তারাই সিদ্ধান্ত নিচ্ছেন। উন্নয়ন সহযোগীরা শেখ হাসিনার উন্নয়ন মডেলকে মিরাকল বলেছিল। এখন তারাই আবার নীতিনির্ধারণ করছেন। বিদেশিদের নীতিনির্ধারণের প্রতি উপদেষ্টারাও বেশি উৎসাহী।’
বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘কোনো দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে হলে অবশ্যই জনগণকে জানাতে হবে। এটিই মুক্তবাজার অর্থনীতির নীতি। গোপন চুক্তি না করে অন্তর্বর্তী সরকারের সামনে পরিবর্তনের দিশা তৈরি করার সুযোগ ছিল। তারা আগের গোপন চুক্তিগুলো প্রকাশ করতে পারত, যাতে পরের সরকারগুলো এমন চুক্তি করতে উৎসাহী না হয়। কিন্তু এসব বিষয়ে কোনো পরিবর্তন হয়নি, বিষয়টি আশা ভঙ্গের।’
সভায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘এলডিসি উত্তরণ করা বা বিলম্ব করার বিষয়ে এখনও সরকার সিদ্ধান্ত নেয়নি। প্রকৃত অর্থে বাংলাদেশ এজন্য প্রস্তুত নয়। আমরা আগের সরকারের পরিসংখ্যান বয়ে বেড়াচ্ছি। নতুন সরকার হয়ত উত্তরণ করবে। আগামী ২০২৬ সালের নভেম্বরে আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা গ্রহণের সময় আসবে। আমরা নিয়মের মধ্যে কিছু প্রস্তুতি নিচ্ছি।’
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেন, ‘এফটিএ মানে ফোর্স ট্রেড অ্যাগ্রিমেন্ট বা জোরপূর্বক বাণিজ্য চুক্তি। এটি ছাড়া কোনো অর্থ হয় না।’
মতবিনিময় সভায় বক্তৃতা করেন থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের জেনেভাভিত্তিক লিগ্যাল অ্যাডভাইজার ও সিনিয়র রিসার্চার সানিয়া রিড স্মিথ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাহেদ মাসুদ, অ্যাডভোকেট তাসলিমা জাহান প্রমুখ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]